Posts

Showing posts from May, 2018

আজ ১৯ শে মে, বরাকের মাতৃভাষা শহীদ দিবসে জানাই শ্রদ্ধাবনত শিরে তাঁদের জানাই অশ্রুসিক্ত প্রণাম।

আজ ১৯ শে মে, বরাকের মাতৃভাষা শহীদ দিবসে জানাই শ্রদ্ধাবনত শিরে তাঁদের জানাই অশ্রুসিক্ত প্রণাম।

এবং ঊনিশ

এবং ঊনিশ যুথিকা দাস, ১৯/০৫/১৮ ____________________________________ আমি নির্বাসিতা ঈশান বাংলার কোণে জন্মি, গর্বে ভাসে আমার স্বর্গের পূর্বপুরুষের ভূমি, আমরাও তার সঠিক উত্তরপদ খুঁজি, তামাম বাঙালির মতো আমিও বাঙালি। এপার ওপার বাংলার বাইরে নাম হল ঈশান বাংলা, আজও এ ঈশানের রক্তাক্ত ইতিহাস উপেক্ষিত, ইতিহাসের পাতায় আগুন লড়াই কী সত্য, জানতে পারেনি আজও বিশ্ব বুনিয়াদ ঈশান বাংলার এগারো জোড়া চোখের অবসাদ। কাকভোরে ভুখা পরিবারের আম লোক মিছিল হরতালে মিলিয়েছিল পা, নগ্ন পায়ে শহর থেকে শহরে পরিক্রমা, বিক্ষুভ, গড়েছিল পদব্রজে মিছিল, তরজা। সেই ষাটের ডিসেম্বর থেকে শুরু কার্যকালি, আগ্রাসীর বাংলা ভাষা হনন, অসমীয়াকরণ, মেনে নেয়নি বরাকের নির্বাসিতা ঈশান বাঙালি। চলে দলে দলে পথ সভা, বিক্ষোভ প্রতিবাদ আমরা" জান দেব তবু জবান দেবনা" স্লোগান গর্জে উঠে দিনমজুরী বন্দ করে চলে হরতাল, আন্দোলন গণবিক্ষোভ, সদর ঘেরাও, চরমে পৌঁছে মে মাসের ঊনিশের সকাল। ট্রেণ লাইল বাস লাইন করতে হবে বন্দ , ঝাঁপিয়ে পড়ে পুলিশও গ্রেফতারি পরোয়ানা নিয়ে, দশের গ্রেপ্তারে কুড়িতে ভরেছিল শূণ্য, অতীষ্ঠ সত্যাগ্রহী আগুন ধ

মরণোত্তর জবানবন্দী

মরণোত্তর জবানবন্দি যুথিকা দাস ১৭/০৫/১৮ ___________________________________ এই তো সময় জেগে উঠো, ধর মন্ত্রণা শ্লোক, নাও মরণোত্তর জবানীতে দগ্ধ হোক তাপ প্রতিশ্রুতি আর শোষণের, লোভাতুরা চোখ। মরণের তীরে তীরে লিখা হোক প্রতিবাদ কলমের আঁচরে কবিতা হোক বৃষ্টির মতো, পথ ঘাট শশ্মাণ সমাধি হোক একাকার, কবিতা হোক তোমার আমার। কবিতাই হোক এক মাত্র হাতিয়ার মৃত্যু উপত্যকাতে আরেক সমাধি গড়তে, কবিতা চলুক,  হাটুক রাজপথ ধরে, আভিজাত্য শহুরে লেখকের গায়ে কালি ছুড়ুক, এই কবিতারা শোষকের মুখে, যারা চিরদিন শাসনের নামে করেছে শোষণ জোঁকের মতো রক্ত শোষে হাভাতে মানুষের, যাদের মেহনতির বিনিময় দিতে তার, তোলে অজুহাত এক নয় একাধিক বার। যারা চোখে কালো পট্টি বেঁধে শোষণ করছে মানুষের মগজের শুভ্রতার শ্লেষ, দিনের পর দিন বেকারত্ব ঘোচাতে মরছে পাথর কুটে কেটে ঘাম ঝরায় যারা যাদের মুখের শুভ্র হাসির অন্তরালে লুকিয়ে আছে তিক্ততার মতো ক্লেশ। রে শোষক দেবতা! তেমরাই সুশীল নামে কলঙ্ক, তোমরাই উপেনের মহাজন, সাম্যতার নামে ধ্বজা উড়াও, সভা সভ্যাতার বন্দর আর বিদেশী কাগজে। মাটির দেশে মাটির হাড়িতে, কত মাটির গন্ধ নিয়েছ শুঁকে