Posts

Showing posts from July, 2018
এবং প্রতীক্ষা, যুথিকা দাস, ২৪/০৭/১৮ _____________________________________ হিসেব করোনা জীবনে কতবার হেরেছ, বা হারানোর রক্তক্ষরণ কতটুকু স্থায়ীত্ব পায়, যেদিন তোমার থেকে পাই অপ্রত্যাশিত বিস্ময় আমার নিজেকে ভেঙেছি  টুকরো টুকরো করে। ছিন্ন ভিন্ন করেছিলাম ভালোবাসার ইচ্ছাটাকে, হ্যাঁ নিজেকে ভেঙে বুঝতে পারি, এখন সব কাউকে ভাঙলে প্রতি আঘাত কতটুকু হয়, যা তোমাকে সইতে হয়েছিল এ যাবৎ পরাজয়ে। এখন আমি তিল তিল করে বুঝতে পারি তা, তবে বলতে গেলে কণ্ঠে আটকা পড়ে জড়তা, তোমার অন্তরাকে ছুঁতে গিয়ে এ পরাজয় মেনে নিলাম সুনয়না, তুমি সত্যি বিস্ময় সত্তা। চাওয়া নাচাওয়ার বদৌলতে বক্ষ লব্দ  শূণ্যতা চেয়েছিলাম যা ইপ্সিত ছিল, ব্যতিক্রমী হাওয়ায় এক পলকে ধূলিসাৎ, তাসের ঘর ধূলোঝড়ে, সাত জন্মের প্রতীক্ষা মৃত, মৌন্য বিস্ময়ে। ___________________________________ রচনাকাল ১৯/০৭/১৮

এবং সুনয়না, যুথিকা দাস

এবং সুনয়না, যুথিকা দাস, ২২/০৭/১৮ _____________________________________ হিসেব করোনা জীবনে কতবার হেরেছ, বা হারানোর রক্তক্ষরণ কতটুকু স্থায়ীত্ব পায়, যেদিন তোমার থেকে পাই অপ্রত্যাশিত মনেতে আমার নিজেকে ভেঙেছিলাম টুকরো টুকরোতে। ছিন্ন ভিন্ন করেছিলাম ভালোবাসার ইচ্ছাটাকে, হ্যাঁ নিজেকে ভেঙে বুঝতে পারি কাউকে ভাঙলে প্রতি আঘাত কতটুকু হয়, যা তোমাকে সইতে হয়েছিল এ যাবৎ। এখন আমি তা তিল তিল করে বুঝতে পারি, তবে বলতে গেলে কণ্ঠে আর আসেনা সুর, তোমার অন্তরাকে ছোঁতে গিয়ে এ পরাজয় মেনে নিলাম সুনয়না, তুমি সত্যি বিস্ময়। ___________________________________ রচনাকাল ১৯/০৭/১৮

এবং কান্না

এবং কান্না! যুথিকা দাস, ১২/০৮/১৮ ________________________________ চল্লিশটি বসন্ত গেল কেটে একটিও বসন্ত সৌরভ জুটেনি মোটে খরা উত্তপ্ত জীবন মরুতে তবুও এত্তদিন একদিনও জেনো কাঁদিনি কস্মিন! শুভ্র দশটি  শৈশব ছিল জীর্ণ জন্মলগ্ন থেকে গতিপথ  ঠিকানাহীন নৈঃশব্দরা নিমগ্ন উচ্চারণের গলি পথে শুষ্কতায় তবুও একদিনও জেনো কাঁদিনি রুক্ষতায়। একদিন কেঁদেছিলাম, যেদিন স্কুলের প্রথম হয়েছিল বিশ্বাস, তারস্বরে ডেকেছিলাম সবাইকে বার্তা দিতে অসহায় ভাবে  মৃত্যু হয় আবেগের একরাতে। ক্ষয়ের তাড়সে মৃত্যু হয়েছিল দুঃস্থ পিতার মায়ের অপলক চোখে অশ্রু বহমান মুছড়ে পড়েছিল আমার আবেগ দাম শেষবারের মতো অসহায় হয়ে কাঁদছিলাম। সবপেয়ে হারিয়ে গেলেও আর কান্না আসেনা চোখে একবারও স্বপ্ন হারিয়ে গেল, আপনজন গেল চলে বিশ্বাস কর কাঁদিনি, কাঁদব কি ছলে? যেদিন সব হয়েছিল শূণ্যতায় পূর্ণ বসন্ত আর গ্রীষ্ম বুঝেনি প্রাণ, শীত কি হেমন্ত নজর পড়েনি কোনো এখন!   হারানো আর কাঁদাতে পারেনা যেন ! ___________________________________ রচনাকাল ১২/০৭/১৮

রবীন্দ্র কবিতা পাঠ

https://youtu.be/YsGVDkM792Y

গীত

গীত যুথিকা দাস। ___________________________________ আমার একতারাটা কাঁদে কেন সই! মনের খবর মন না জানলে কারে বল কই! বাউল আমার নাম, বাংলার পথে পথে গাই বাংলা সুরে গান, একতারাটায় তার বিহনে সুর লাগেনা সই।। নেইকো আমার গ্রাম, বনবাদাঁড়ে থাকি আমি ভিক্ষা করা নাম একতারাটা সঙ্গের সাথী তারে কোথায় থই।! আমার সুখের সীমানায়  , একতারাতে  সুর উঠে গো বাংলা ভাষা বন্দনায়, বাংলা মায়ের আঁচল হতে সুধা সিক্ত হই ।। আমি কোনো ধর্মের নই, বটতলার ঐ ঝাঁকড়া গাছে মা বলিয়ে কই, দুঃখ হল চির সঙ্গী, বাংলার  বাউল হলাম সই।। ________________________________________ রচনাকাল ০৪/০৭/২০১৮