Posts

Showing posts from April, 2019
যুদ্ধ থেমেছে কী? যুথিকা দাস, ০২/০৪/১৯ ____________________________________ বসন্তবেলা, গাছের ডালে ফুলের সুবাস আর মৌমাছিদের গুঞ্জন, কোকিলের মধু তান পাশে বসে মরিয়ম স্বামীকে বলে, কেন? কেন?  এ দেশ কী শুধু তোমার? তোমাকে কত করে বললাম যেওনা তোমার মরিয়মকে ছেড়ে। করিম আলী বলে, আরে মরিয়ম এই তো কটা দিন, যুদ্ধ শেষ হলেই চলে আসব, চিন্তা করোনা, ছেলেকে বুকে নিয়ে কষ্ট করো কটা দিন, পরে আমরা স্বাধীন হব। হ্যাঁ গো স্বাধীন হবে আমাদের দেশ। হায় রে, আজ দেশ স্বাধীন হল যুদ্ধ থামলো, কিন্তু করিমআলী আর এলোনা। রাতের আঁধারে মরিয়ম শোনে করিমের বুকের স্পন্দন, নাকের নিঃশ্বাস, মরিয়ম জেগে উঠে, তবে দেখতে পায়না করিমকে। কি গো, ফিরেছ ? তোমার কটা দিন কি শেষ হল? তোমার ছেলেটা এখন বড় হয়েছে, ভিক্ষে করে তোমার মরিয়মের পেটেরভাত জুটেনা, তবুও সে ছেলেকে পড়িয়েছে, ভিটে বন্দক দিয়ে, গ্রামের ভেলা পঞ্চায়েতের কাছে। তোমার ছেলে কে সবাই মাস্টার বলে গো এখন, তোমার মরিয়মের মাথার চুল সাদা হয়ে গেছে, হাতের চুড়িতে ভারি লাগে, আর নাকের নোলক? সে এখনও আছে,  ফাঁসির দড়ির মতো  ঝুলে। চোখের পাতায় ঘুম আসে না এখন গভীর রাতের নিস্তব্দ অন্