Posts

Showing posts from August, 2018

আমি সেই মেয়ে

আমি সেই মেয়ে, যুথিকা দাস, ০৫/০৮/১৮ _________________________ আমি উনুনের খড়িকাট আহরণ থেকে পুকুরে মাছ শিকারও করতে জানি, কি করে বরশিতে টোপ ফেলতে হয়, কি করে জাল বুনতে হয় তাও জানি, আমি সেই মেয়ে, যে অজ পাড়া গাঁয়ে ভোরের আলো ফোটার আগেই পাহাড়ি পথে কিংবা প্রখর রোদে নগ্ন পায়ে হাটতে জানে। আমি পদ্মপুকুরে শাপলা ফুলের তলা থেকে শিকড় তুলতে জানি, আমি সেই মেয়ে! আমি সেই মেয়ে যার রূপ ছিল, না মেধা, না ছিল শৌখিনতা, বিলাসিতাও  না। স্কুলমাস্টার কম মাইনে বাবার আদরের মেয়ে, ছেলেবেলা মাসির পায়েল চুরি হয়েছে বলে অভিযুক্ত হয়েছিলাম, মাসি বলেছিল তুই নিয়েছিস, বিনিময়ে বলেছিলাম বাবা খাইয়েছেন পরিয়েছেন, তাই বলে চুরি শেখাননি, গাছের  বাকল পরা শিখিয়েছেন তবু অন্যের জিনিষে লোভ শেখান নি! পাঁচ ভাইবোনের প্রথম মেয়ে, আমি সেই মেয়ে। অভাবের তাড়সে গয়না পরিনি বলে প্রত্যাশা নেই, মায়ের শেখানো সেলাই, বিদ্যা শিক্ষা আমাকে অনেক অলংকার দিয়েছে, যা রাখতে হয়না আলমারিরতে যা পরতে হয়না হাতে কি কানে, যা শুধু উজ্জ্বল করেছিল আমার মুখ! আমার সভ্যতার মুখ, মায়ের মুখ আমার আবোলা মানুষের মুখ, গেঁয়ো মানুষের কণ্ঠের গান হয়ে না ভা