Posts

Showing posts from January, 2019
পাহাড়ী পথে, যুথিকা দাস ০৫/০১/১৯ ____________________________________ নামটা বড় নয় পাহাড়ী পথে রুক্মিনী নানা জাতির মানুষ বসতি আমার গাঁ, পাহাড়ের অলি গলি বেয়ে ভাটির টানে, বর্ষায় সবুজ ঢালি হেমন্তের কল্লোলে, আদিবাসী  প্রান্তিক ঢেউয়ে স্রোতস্বিনী চলে। কান পেতে শোনি তোমার কলকল তান, সবুজে ভরেছে তটিনী ভিন্ন ভিন্ন মা , নানা বর্ণের বসতি নিয়ে অজপাড়াগা আমার বুক চিরে সব রঙিন ফসল বহু অত্যাচারেও নাবে ছলছলে জল। বুক আবদ্ধ করে আজও ফলায় ক্ষমতা বাঁচে সারা বিশ্ব কারখানা কর্তা কখনও নীল,  সবুজ, পীত রূপে চলি সারা বিষ রাখি বুকের আঁচলে ঢাকি অমৃত নদী রুক্মিনী পিয়াসে সমতার সাকি। ________________________________ রচনাকাল ০৩/০১/১৯