এবং প্রতীক্ষা,
যুথিকা দাস,
২৪/০৭/১৮
_____________________________________
হিসেব করোনা জীবনে কতবার হেরেছ,
বা হারানোর রক্তক্ষরণ কতটুকু স্থায়ীত্ব পায়,
যেদিন তোমার থেকে পাই অপ্রত্যাশিত বিস্ময়
আমার নিজেকে ভেঙেছি  টুকরো টুকরো করে।

ছিন্ন ভিন্ন করেছিলাম ভালোবাসার ইচ্ছাটাকে,
হ্যাঁ নিজেকে ভেঙে বুঝতে পারি, এখন সব
কাউকে ভাঙলে প্রতি আঘাত কতটুকু হয়,
যা তোমাকে সইতে হয়েছিল এ যাবৎ পরাজয়ে।

এখন আমি তিল তিল করে বুঝতে পারি তা,
তবে বলতে গেলে কণ্ঠে আটকা পড়ে জড়তা,
তোমার অন্তরাকে ছুঁতে গিয়ে এ পরাজয়
মেনে নিলাম সুনয়না, তুমি সত্যি বিস্ময় সত্তা।

চাওয়া নাচাওয়ার বদৌলতে বক্ষ লব্দ  শূণ্যতা
চেয়েছিলাম যা ইপ্সিত ছিল, ব্যতিক্রমী হাওয়ায়
এক পলকে ধূলিসাৎ, তাসের ঘর ধূলোঝড়ে,
সাত জন্মের প্রতীক্ষা মৃত, মৌন্য বিস্ময়ে।

___________________________________
রচনাকাল
১৯/০৭/১৮

Comments

Popular posts from this blog

পুরুষের অভিধান

আজ ১৯ শে মে, বরাকের মাতৃভাষা শহীদ দিবসে জানাই শ্রদ্ধাবনত শিরে তাঁদের জানাই অশ্রুসিক্ত প্রণাম।